সোনারগাঁওয়ে মেঘনা ফয়েল প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ফয়েল প্যাকেজিং কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।'

এর আগে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট কাজ করছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।