স্যাটেলাইট ছবিতে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ভয়াবহতা

By স্টার অনলাইন রিপোর্ট

জুম আর্থ লাইভ স্যাটেলাইটে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও রাসায়নিক বিস্ফোরণের ভয়াবহতা ধরা পড়েছে।

sitakundu-1.jpg
ছবি: জুম আর্থ লাইভ স্যাটেলাইট

গতকাল রাত ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বেসরকারি বিএম কনটেইনার লিমিটেডের ডিপোতে এই আগুন লাগে।

sitakundu-2.jpg
ছবি: জুম আর্থ লাইভ স্যাটেলাইট

এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।