৬২ ঘণ্টা পরও আগুন নেভেনি, মামলা হয়নি: পুলিশ

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন ৬২ ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো ১০ শতাংশ আগুন জ্বলছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিপোর আগুন প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে, বাকি ১০ শতাংশ এখনো জ্বলছে। তবে ঘটনাস্থল থেকে নতুন করে কোনো মরদেহ উদ্ধার হয়নি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এখনো কাজ করছেন, তারা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।'

Sitakunda
ছবি: স্টার

আজ মঙ্গলবার দিনের মধ্যেই আগুন পুরোপুরি নিভে যেতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, ডিপো থেকে এখনো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ডিপোর ভেতর অবস্থান করছেন। ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি ও ক্রেন ব্যবহার করে আগুন নেভানোর কাজ চলতে দেখা গেছে। পুলিশ সদস্যরা বাহির থেকে কাউকে ডিপোর ভেতর প্রবেশ করতে দিচ্ছেন না।