অনলাইনে ফাঁস ‘টয়লেট’

By স্টার অনলাইন রিপোর্ট

মুক্তির আগেই অনলাইনে ছড়িয়ে গেলো অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকার অভিনীত সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক সিনেমা “টয়লেট: এক প্রেম কথা”। তবে এটি সিনেমাটির প্রচারের জন্য কোন স্ট্যান্টবাজি নয়। এটি রীতিমতো প্রযোজকের মাথায় হাত পরার মতো বিষয়।

আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে “টয়লেট: এক প্রেম কথা”-র। কিন্তু, এর আগেই তা ফাঁস হয়ে গেছে অনলাইনে। এ নিয়ে দর্শক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা চেয়েছেন অক্ষয় কুমার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, “পাইরেসির বিরুদ্ধে লড়াই করাটা বেশ কঠিন এবং আমরা দেখেছি আমাদের ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে ক্রাইম ব্রাঞ্চ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে যা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমার বন্ধু, সহকর্মী, ভক্ত এবং দর্শকদের অনুরোধ করব ‘পাইরেসিকে না বলুন’। সহযোগিতা করার জন্যে সবাইকে ধন্যবাদ।”

[twitter]

[/twitter]

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, কোরিওগ্রাফার রেমো ডি-সুজা সিনেমাটি অনলাইনে ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনিই এটি প্রযোজকের নজরে এনেছেন।

তবে এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বেশ কিছু সিনেমা মুক্তির তারিখের আগেই ফাঁস হয়ে যায় অনলাইনে। এই তালিকায় রয়েছে “উড়তা পাঞ্জাব”, “পা”, “মানঝি” ও “মহল্লা আছি”।