১৭ বছর পর পপি

By স্টার অনলাইন রিপোর্ট

এবার ঈদে বেশ কয়েকটা বিশেষ টেলিফিল্মে দেখা গেছে চিত্রনায়িকা পপিকে। তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে বেশ। চলতি মাসেই শুরু হবে তাঁর নতুন ছবির শুটিং।

জাভেদ মিন্টু পরিচালিত “রাজপথ” শিরোনামের সিনেমায় পপিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এর আগে ১৯৯৯ সালে পরিচালক মনতাজুর রহমান আকবরের “কে আমার বাবা” ছবিতে এমনই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

পপি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ছবিটির জন্যে প্রস্তুতি নিচ্ছি। নিজের শারীরিক ওজন একটু কমাতে হচ্ছে চরিত্রটির প্রয়োজনে। এতে একেবারে নতুনভাবে দেখা যাবে আমাকে।”

“সতের বছর আগে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছিলাম। এতোদিন পর আবারও পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করবো,” যোগ করেন “কুলি”-খ্যাত এই অভিনেত্রী।