কাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

By স্টার বিজনেস রিপোর্ট

বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে আগামীকাল ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে।

আজ কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের জন্য অনুমতি দেওয়া হবে।

এতে বলা হয়েছে, গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল পুনরায় আবেদন করতে পারবেন।

একজন আমদানিকারক একবার আবেদনের সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ শনিবার রাজধানীর বাজারে এক কেজি পেঁয়াজের ১৫০ টাকায় বিক্রি হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা দাম বেড়েছে পেঁয়াজের।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ এখনো বাজারে আসতে শুরু করেনি। অন্যদিকে পেঁয়াজ আমদানির অনুমতি মেলেনি। তাই পেঁয়াজের দাম বেড়েছে।