ছবিতে বছরের শেষ দিন

By স্টার অনলাইন রিপোর্ট

পুরোনো বছরকে বিদায় আর নতুনকে বরণ করে নিতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নানা আয়োজনে বরণ করা হবে ইংরেজি নতুন বছর ২০২৫ সাল।

wasa-md-cartoon.jpg
২০২৪ সালের শেষ দিনের সূর্যাস্ত। ছবিটি ব্রাহ্মণবাড়িয়া থেকে তোলা। ছবি: মাসুক হৃদয়/ স্টার

নতুন বছর মানেই নতুন আশা। বছরের শেষ দিনের সূর্যোদয় মনে করিয়ে দেয় কাল আসছে নতুন দিন। 

273662781_1025124134744343_9064049138603020361_n.jpg
বছরের শেষ দিনের ভোর। ছবিটি আজ খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: হাবিবুর রহমান/ স্টার

annie_hall.jpg
কক্সবাজার সমুদ্র সৈকতে বছরের শেষ দিনের সূর্যাস্ত। ছবি: রাজীব রায়হান/ স্টার

বছরের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসেন লাখো পর্যটক। 

tds_61.jpg
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খেজুর রস সংগ্রহ করছেন গাছি। ছবিটি খুলনার দৌলতপুর এলাকা থেকে আজ বছরের শেষ দিন তোলা। ছবি: হাবিবুর রহমান/ স্টার

her.jpg
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: ছবি: রাজীব রায়হান/ স্টার

বছরের শেষ দিনের সূর্যাস্তের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় সারা বিশ্বের মানুষ। 

noakhali_coillision_pic_1.jpg
কক্সবাজারে নতুন বছর বরণ করতে এসেছেন পর্যটকেরা। ছবি: রাজীব রায়হান/ স্টার

mim-1_0.jpg
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: ছবি: রাজীব রায়হান/ স্টার