ডিএইচএল বাংলাদেশে পণ্য পরিবহনে রেট বাড়িয়েছে ৪.৯ শতাংশ

By স্টার বিজনেস রিপোর্ট

জার্মান প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে পণ্য পরিবহনে রেট বাড়িয়েছে চার দশমিক নয় শতাংশ।

মূল্যস্ফীতি, ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়া ও অন্যান্য কারণে ক্রমবর্ধমান পরিচালন খরচকে সমন্বয় করতে আগামী ১ জানুয়ারি থেকে নতুন হার কার্যকর হবে।

ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিয়ারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার মধ্যে প্রতিষ্ঠানটি লজিস্টিক নেটওয়ার্কে বিনিয়োগ অব্যাহত রাখবে।'

'বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা গ্রাহকদের জন্য স্থিতিশীল সেবা দেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।'

ডিএইচএল ২২০ দেশ ও অঞ্চলের বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে বার্ষিক খরচ সামঞ্জস্য করে।