চূড়ান্ত লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চেয়ারম্যান সাবেক সচিব আইয়ুব মিয়া

By স্টার বিজনেস রিপোর্ট

পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য অবশেষে চূড়ান্ত লাইসেন্স পেল 'সম্মিলিত ইসলামী ব্যাংক'।

নতুন ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, আজ রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় নবস্থাপিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি'র লাইসেন্স অনুমোদন করা হয়।