ট্রাম্পের অভিবাসনবিরোধী প্রচারণায় গান ব্যবহারে ক্ষুব্ধ সাবরিনা কার্পেন্টার

By স্টার অনলাইন ডেস্ক

মার্কিন পপ তারকা সাবরিনা কার্পেন্টার হোয়াইট হাউসকে তার গান ব্যবহার বন্ধ করতে বলেছেন। কারণ, ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন এজেন্টদের দিয়ে অভিবাসীদের আটকের ভিডিওতে তার গান ব্যবহার করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

sabrina_carpenter.jpg
সাবরিনা কার্পেন্টার। ছবি: সংগৃহীত

সোমবার প্রকাশিত ওই ভিডিওতে সাবরিনার ২০২৪ সালের হিট গান 'জুনো' ব্যবহার করা হয়। ভিডিওতে দেখা যায়, ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তা অভিবাসীদের আটক করছে। আশপাশের মানুষেরা মোবাইলে সেই ঘটনার ভিডিও করছে।

ভিডিওর ক্যাপশনে গানটির লিরিক ইঙ্গিত করে লেখা ছিল, 'হ্যাভ ইউ এভার ট্রায়েড দিস ওয়ান? বাই বাই'। এর সঙ্গে ছিল কিছু ইমোজি।

এতে সাবরিনা ক্ষুব্ধ হয়ে এক্সে লিখেছেন, 'এই ভিডিওটা ভয়ংকর ও জঘন্য। আমাকে বা আমার গানকে কোনো অমানবিক কাজের সঙ্গে জড়াবেন না।'

জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, 'সাবরিনার জন্য আমাদের ছোট্ট একটা বার্তা আছে, আমরা অপরাধী ও অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দিতে পিছপা হব না। আর যারা তাদের রক্ষার চেষ্টা করবে তারা বোকা।'

এর আগে নিল ইয়াং, দ্য রোলিং স্টোনসসহ আরও অনেক শিল্পী ট্রাম্পকে তাদের গান ব্যবহারে আপত্তি জানিয়েছিল।