কান উৎসবে যাওয়া হলো না নিপুণ-জায়েদ খানের

By স্টার অনলাইন রিপোর্ট

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে যোগ দিতে চাওয়া বাংলাদেশের প্রতিনিধি দলকে ভিসা দেয়নি ফ্রান্স দূতাবাস। তারা এর কারণ হিসেবে দেখিয়েছে সময় স্বল্পতাকে।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিনিধি দলের এক সদস্য দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সফরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা নিপুণ, পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও জায়েদ খানের।

প্রতিনিধি দলে আরও ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, নিরাপত্তা ও প্রশাসনের সহকারী পরিচালক এ কে এম আমিনুল করিম খান, অতিরিক্ত পরিচালক (বিক্রয়) রফিকুল ইসলামের।

এই তালিকায় প্রথমে ২০ জনেরও বেশি নাম থাকলেও পরে তা সংক্ষিপ্ত করা হয়।

গত ৯ দিন ধরে চলছে কান উৎসবের এবারের আসর। আসরের সিনেমার বাজার (মার্শে দ্যু ফিল্ম) বুধবার বিকেল ৫টায় বন্ধ হয়ে যাবে। প্রথমবারের মতো সেখানে বাংলাদেশ স্টল নিয়েছে। তবে, ভিসা না পাওয়ায় সেই স্টলে আর যাওয়া হলো না বাংলাদেশ প্রতিনিধি দলের।