ডেঙ্গু আক্রান্ত সাবিলা নূর এখন যেমন আছেন

By স্টার অনলাইন রিপোর্ট

অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে হাতে ক্যানুলা লাগানো হাসপাতালের একটি ছবি প্রকাশ করে ভালোবাসার ইমোজি দিয়ে সাবিলা নূর লিখেছেন, 'কিপ মি ইউর হার্ট ফর অ্য হোয়াইল' শেষে হ্যাশট্যাগে 'ডেঙ্গু' লিখেছেন।

জানা গেছে, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

গতকাল শুক্রবার দুপুরে এই অভিনেত্রী বাসায় ফিরেছেন।

sabila_nur_2.jpg
সাবিলা নূর। ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাবিলা নূরের পারিবারিক সূত্রে জানা গেছে, সাবিলা নূরের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। চিকিৎসকরা তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। গত মঙ্গলবার তার রক্তচাপ কমে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।