শিল্পকলায় ৩-৫ নভেম্বর নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব

By স্টার অনলাইন রিপোর্ট

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা বরেণ্য নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ২২তম প্রয়াণ দিবস এবং ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব-২০২৩'। 

আগামী ৩-৫ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও নির্মাতা সৈয়দ মহিদুল ইসলাম স্মরণে ব্যতিক্রমের এ ধারাবাহিক আয়োজন এ বছর ১৭ বছরে পদার্পণ করবে।

ronaldo higuan dybala

 
এবারের আয়োজনে থাকছে নাটক, সৈয়দ মহিদুল ইসলাম পদক প্রদান, মঞ্চবন্ধু ও যুগল সম্মাননা। 

খ্যাতিমান অভিনয়শিল্পী দিলারা জামান এ বছর পেতে যাচ্ছেন সৈয়দ মহিদুল ইসলাম পদক। 

মঞ্চবন্ধু সম্মাননা পদক পাচ্ছেন নির্দেশক ও অভিনয়শিল্পী ড. আলী মাহমুদ, ইকবাল বাবু, শিশির রহমান; অভিনয়শিল্পী ও নির্মাতা আউয়াল রেজা, অভিনয়শিল্পী পংকজ মজুমদার।

এ ছাড়া যুগল সম্মাননা দেওয়া হবে অধ্যাপক ড. রতন সিদ্দিকী ও ফাহমিদা হক কলি, কাজী রাজু ও কাজী লায়লা বিলকিস, শাহেদ শরীফ খান ও নাতাশা হায়াত এবং আলি আহমেদ মুকুল ও জলি চৌধুরী দম্পতিকে।

আগামী ৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। ওই দিন মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নাটক আমরা 'তিন জন'।

৪ নভেম্বর থাকছে ব্যতিক্রমের নাটক 'পাখি' এবং স্কুল অব অ্যাকটিংয়ের প্রযোজনা 'ফিরে দেখা'।

৫ নভেম্বর থাকছে থিয়েটারের নাটক 'স্পার্টাকাস বিষয়ক জটিলতা'। পাশাপাশি প্রতিদিনই থাকবে স্মরণ আলোচনা।