নতুন তিন সিনেমায় সুষমা সরকার

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

সুষমা সরকার মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করছেন বিশ বছরেরও বেশি সময় ধরে। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন। তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে প্রশংসিত বেশ কয়েকটি চলচ্চিত্র।

 নুরুল আলম আতিক পরিচালিত 'পেয়ারার সুবাস' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় সুষমা সরকার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।

গাইবান্ধায় 'ভোর' নামের মুক্তিযুদ্ধের সিনেমার শুটিং এ অংশ নিচ্ছেন তিনি।

ronaldo on twiteer.JPG
সুষমা সরকার। ছবি: সংগৃহীত

সরকারি অনুদানে তৈরি হচ্ছে ভোর সিনেমাটি। এর পরিচালক আমিনুর রহমান খান। সুষমা বলেন, 'ইউনিটের সবাই মিলে গাইবান্ধায় শুটিং করছি। বেশ ভালো একটি গল্প 'ভোর'। আবেগের গল্প 'ভোর' ।

২৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে ভোর সিনেমার ।

অন্যদিকে হাসান আজিজুল হক এর প্রবন্ধ অবলম্বনে আরেকটি মুক্তিযুদ্ধের সিনেমার শুটিং কিছুদিন আগে করেছেন তিনি। এটিও সরকারি অনুদানের চলচ্চিত্র।

এই সিনেমার নাম 'একাত্তর করতলে ছিন্নমাথা'। পরিচালনা করছেন রফিকুল আনোয়ার রাসেল।তার অভিনীত চরিত্রের নাম জাহান। তার এই চরিত্রের মধ্য দিয়ে ১৯৭১ সালে একটি মেয়ের জীবনযাত্রা কেমন ছিল, তা দেখানো হবে।

khaledas motorcade
সুষমা সরকার। ছবি: সংগৃহীত

সুষমা সরকার বলেন, 'হাসান আজিজুল হক স্যারের প্রবন্ধ অবলম্বনে যে সিনেমা করছি, এটা আসলেই অন্যরকম। এরকম একজন বিখ্যাত লেখকের লেখা নিয়ে কাজ করাটাও ভীষণ আনন্দের।'

এছাড়া রায়হান খানের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ্ব হয়েছেন তিনি। এই সিনেমার নাম পায়েল।

সুষমা সরকার বলেন, নতুন তিন সিনেমায় তিন রকম চরিত্রে দেখা যাবে আমাকে।

Mosaddek Hossain Saiket.jpg
সুষমা সরকার। ছবি: সংগৃহীত

তা ছাড়া ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছায়া সিনেমার শুটিং ও ডাবিং শেষ করেছেন কয়েক মাস আগে।

এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।