দেশকে খুব মিস করি: নওশীন

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ নওশীন। মূলত উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন তিনি। শোবিজে দীর্ঘদিন কাজ করেন তিনি। পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ৩ মাস আগে কন্যা সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। নিউইয়র্ক থেকে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন নওশীন ।

দেশকে কতটা মিস করেন?

দেশকে সবসময়ই মিস করি। দেশকে মনে পড়ে। দূরে থাকলেও দেশ সবার আগে। প্রত্যেক বাঙালি যত দূরেই থাকুন না কেন, দেশ থাকে হৃদয়ে। দেশ ভালো থাকুক সব সময় এই প্রত্যাশা করি। দেশকে কতটা গভীরভাবে মিস করি তা বলে বোঝানো যাবে না।

ap7a0054.jpg
নওশীন। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

শোবিজ দিয়ে আপনার যত পরিচিতি ও খ্যাতি, সেই চেনা জগতটাকে কখনো মিস করেন...

প্রচণ্ডভাবে মিস করি। অবশ্যই মিস করি। দেশকে খুব মিস করি, শোবিজকেও মিস করি। শোবিজে যাদের সঙ্গে কাজ করেছি , সবাইকে একটি পরিবারের মতো দেখেছি, পরিবারের মতোই আপন ভেবেছি। খুব আন্তরিক ছিলেন সবাই। সবার কথা মনে পড়ে। ভীষণ মিস করি চেনা জগতটাকে। শোবিজ ছিল আমার আরেকটি পরিবার।

দেশে ফিরবেন কবে?

ফিরব। আমার মেয়ের বয়স ৩ মাস হবে আগামীকাল। সময় কাটছে মেয়ের সঙ্গে। মেয়েকে বেশি সময় দিচ্ছি এখন। মেয়ে একটু বড় হোক তারপর দেশে ফিরব। আশা করছি আগামী বছর ফেরা হবে। আমার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন। ছেলে তো বড় হয়ে যাচ্ছে। মেয়েটা সুন্দরভাবে বেড়ে উঠুক, ভালো মানুষ হোক এটাই চাই।

ap7a3019.jpg
নওশীন। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

নিউইয়র্ক সময় কাটে কীভাবে?

এখানে জব করি। এখানের সবার অনেক ব্যস্ততা। শুধু ছুটির দিন ছাড়া। আমি এখন ছুটিতে আছি, মেয়ের জন্যই ছুটি নেওয়া। পুরো সময়টা এখন মেয়েকে দিচ্ছি।