‘মস্কো চলচ্চিত্র উৎসবে সবাই মাস্তুল সিনেমার প্রশংসা করেছেন’

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ফজলুর রহমান বাবু অভিনীত 'মাস্তুল'। বর্তমানে তিনি রাশিয়াতে আছেন। এই চলচ্চিত্র উৎসবে মাস্তুলসহ ১১টি সিনেমা জায়গা পেয়েছে। প্রথমবার রাশিয়া যাওয়া, সেখানে সিনেমা নিয়ে প্রতিযোগিতা—ইত্যাদি বিষয়ে মুঠোফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন ফজলুর রহমান বাবু।

তিনি বলেন, 'অসাধারণ অভিজ্ঞতা হলো আমার, অনেকদিন মনে থাকবে। এর আগে অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু একটা আফসোস ছিল রাশিয়া নিয়ে। মনে মনে ভাবতাম, তাহলে কি রাশিয়াতে কোনো দিন যেতে পারব না? সেই সৌভাগ্য এবার হলো। তাও আবার আমার অভিনীত সিনেমা নিয়ে আসতে পেরেছি।'

গতকাল সেখানে মাস্তুল সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে জানিয়ে ফজলুর রহমান বাবু বলেন, 'এখানে ওয়ার্ল্ড প্রিমিয়ারে অনেকে উপস্থিত ছিলেন। সবাই মাস্তুল সিনেমার প্রশংসা করেছেন। আমাদের অভিনয়ের প্রশংসা ও বাংলাদেশের সিনেমা নিয়েও ইতিবাচক কথা বলেছেন। এগুলো অবশ্যই ভালো লাগার।'

আগামীকাল মাস্তুল সিনেমার আরও একটি প্রদর্শনী হবে বলে জানান তিনি।

এছাড়া মাস্তুল সিনেমার টিম সেখানে পৌঁছানোর পর মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।

ফজলুর রহমান বাবু বলেন, 'মিট দ্য প্রেসে বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে পরিচালককে। আমরাও কথা বলেছি। এটিও স্মরণীয় হয়ে থাকবে।

প্রথমবার রাশিয়া যাওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, 'খুব ভালো লাগছে, রেড স্কয়ারে গিয়েছি, মিউজিয়াম দেখেছি। আরও কিছু দেখেছি। আজ আবারও বের হব, বাঙালিরা আসবেন, তাদের সঙ্গে আড্ডা দেব ও ঘুরব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রাশিয়ার সিনেমা দেখে ও সাহিত্য পড়ে ভীষণভাবে প্রভাবিত হয়েছি। রাশিয়ার সিনেমা ও সাহিত্য আমার পছন্দের তালিকায়। ঢাকায় রুশ কালচারাল সেন্টারে বহুদিন সিনেমা দেখেছি। রাশিয়ার বিখ্যাত সাহিত্যিকদের বই পড়েছি।'

তিনি আরও বলেন, 'একটা অপূর্ণতা ছিল রাশিয়া না দেখার, সেটাও পূরণ হয়েছে।'

সবশেষে ফজলুর রহমান বাবু বলেন, 'মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সারা দুনিয়ায় বেশ নাম করা। সেখানে আমাদের দেশের সিনেমা মাস্তুল মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া অবশ্যই বড় ব্যাপার। এত বড় উৎসবে মাস্তুল সিনেমার প্রশংসা অনেক আনন্দের বিষয়।'

ফজলুর রহমান বাবু, পরিচালকসহ অন্যরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত রাশিয়াতে থাকবেন। পরদিন ২৬ এপ্রিল তারা দেশে ফিরবেন।