এবার রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা

By স্টার অনলাইন রিপোর্ট

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করছে সরকার।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির প্রসঙ্গে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যদি কিনতে পারে বাংলাদেশ কেন পারবে না।'

পরিকল্পনামন্ত্রী জানান, রাজধানী ঢাকার উত্তরায় ভায়াডাক্ট চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।