পাকিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ, সামাজিক যোগাযোগমাধ্যম ডাউন

By স্টার অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের ঘটনায় মোবাইল ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে টুইটার, ফেসবুক ও ইউটিউব ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি নিশ্চিত করেছে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার স্থগিত করেছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করা সংস্থা নেটব্লকস জানিয়েছে পাকিস্তানের কিছু অঞ্চলে ইন্টারনেটের ব্যবহার বন্ধ করে রাখা হয়েছে।

ইন্টারনেট বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা টুইটার, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যবহার করতে পারছেন না।