বৃহস্পতিবার ও শুক্রবার ইরানে ‘চমক’ দেখতে পাবেন: ইসরায়েলি রাষ্ট্রদূত

By স্টার অনলাইন ডেস্ক

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, আরও 'চমক' অপেক্ষা করছে।

আজ মঙ্গলবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মেরিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।

ইরানের ওপর সামরিক অভিযানের ইঙ্গিত দিতে গিয়ে তিনি গত বছর হিজবুল্লাহর ওপর পেজার আক্রমণের কথা উল্লেখ করেন।

লেইটার বলেন, 'আমরা বেশকিছু চমক তৈরি করতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবারে কিছু চমক দেখতে পাবেন।'

তবে, এসব 'চমক' সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি লেইটার।