ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

By স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা ভণ্ডুল করাই ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইস্তাম্বুলে এক কূটনৈতিক সম্মেলনে অংশ নিয়ে এরদোয়ান এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। এরদোয়ান ইসরায়েলের কর্মকাণ্ডকে 'স্রেফ গুন্ডামি' বলে আখ্যা দেন এবং বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের উদ্দেশ্য।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে, তারা এই অঞ্চলে শান্তির পথে 'সবচেয়ে বড় বাধা'।

তিনি আরও বলেন, '১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকার মূলত আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই চেয়েছে।'