ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

By স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানঘাঁটি লেমুরের কাছাকাছি জায়গায় একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বুধবারের এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

লেমুর বিমানঘাঁটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট সফলভাবে "ইজেক্ট" করতে সক্ষম হয়েছেন। তিনি নিরাপদে আছেন। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।'

বিবৃতিতে আরও বলা হয়, 'স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার সময় ভিএফএ-১২৫ "রাফ রেইডার্স" স্কোয়াড্রনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান লেমুর বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়।'

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।