সোনম ওয়াংচুক গ্রেপ্তার, লেহতে ইন্টারনেট বন্ধ 

By স্টার অনলাইন ডেস্ক

পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া জলবায়ুকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

দ্য হিন্দু জানায়, লাদাখের পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) এস ডি জামওয়ালের নেতৃত্বে একটি দল আজ শুক্রবার লেহ থেকে তাকে গ্রেপ্তার করে।

সূত্র জানায়, আজ দুপুর ২টার পর সোনম ওয়াংচুকের সংবাদ সম্মেলন করার কথা থাকলেও প্রশাসন তা করতে দেয়নি। ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

লেহ শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শহরে দ্বিতীয় দিনের মতো জারি রয়েছে কড়া কারফিউ এবং সব স্কুল-কলেজ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

লেহ শহরে সহিংস বিক্ষোভের দুই দিন পর সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করল ভারতীয় পুলিশ।

সেদিন তরুণ বিক্ষোভকারীরা বিজেপি সদর দপ্তর ও লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এলএএইচডিসি-লেহ) অফিসে হামলা চালায়। 

সেসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ বেসামরিক নাগরিক নিহত হন এবং অন্তত ৯০ জন আহত হন।

এর আগে, ওয়াংচুক ও তার সহযোগীরা তিন সপ্তাহব্যাপী অনশন ধর্মঘটে ছিলেন, যা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফলপ্রসূ সংলাপ শুরু করার দাবিতে শুরু হয়েছিল। 

সহিংসতা ছড়িয়ে পড়ার পর ওয়াংচুক অনশন ভঙ্গ করেন এবং শান্তির আহ্বান জানান। এরপরও ওয়াংচুকের সংস্থা এফসিআরএ'র লাইসেন্স বাতিল করে দেয় ভারতীয় সরকার।

উল্লেখ্য, 'থ্রি ইডিয়টস' সিনেমায় আমির খান অভিনীত 'র‍্যাঞ্চো' চরিত্রটি তৈরি হয়েছিল সোনম ওয়াংচুকের আদলে। ওই সিনেমার পর লাদাখে তার তৈরি স্কুলটিও পর্যটকদের কাছে দর্শনীয় হয়ে ওঠে। সমাজ ও শিক্ষা নিয়ে মশগুল থাকা ৫৯ বছরের এ মানুষটি ২০১৯ সাল থেকে লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষায় উদ্যোগী হয়ে ওঠেন।

গ্রেপ্তারের প্রতিবাদ

লাদাখের সংসদ সদস্য হাজি হানিফা বলেছেন, 'যদি শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে আমরা এর তীব্র নিন্দা জানাই।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, 'ওয়াংচুকের গ্রেপ্তার দুঃখজনক, তবে আশ্চর্যজনক নয়। কিন্তু কেন্দ্রীয় সরকার তার প্রতিশ্রুতি কেন রাখছে না, তা বোধগম্য নয়।'

কংগ্রেস নেতা জি এ মীর বলেন, 'একজন সম্মানীয় ও গান্ধীর আদর্শে অনুপ্রাণিত কর্মীকে গ্রেপ্তার করা অপ্রয়োজনীয় ও অন্যায়।'