ভেনেজুয়েলায় হামলার পর নিউইর্য়ক টাইমসকে যা বললেন ট্রাম্প

By স্টার অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। পরে মোবাইল ফোনে দ্য নিউইর্য়ক টাইমসের প্রতিবেদকের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক বলেন, কী ঘটেছে এবং এরপর কী হতে পারে, তা ভালোভাবে বোঝার জন্য আমি প্রেসিডেন্টকে ফোন করি। তিনবার রিং হওয়ার পর তিনি ফোন রিসিভ করেন এবং কয়েকটি প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, প্রথমে ট্রাম্প এই অভিযানের সাফল্য উদযাপন করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন—অনেক ভালো পরিকল্পনা ছিল এবং অসাধারণ, অসাধারণ সেনা ও মানুষ এতে জড়িত ছিলেন। আসলে এটি ছিল একেবারেই চমৎকার একটি অভিযান।

'এরপর আমি জানার চেষ্টা করি, সামাজিক মাধ্যমে তিনি যাকে 'বড় পরিসরের হামলা' বলেছেন, সেই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যুক্ত হওয়ার আগে তিনি কি কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন।'

উত্তরে ট্রাম্প বলেন, এটা আমরা আলোচনা করব। একটি সংবাদ সম্মেলন হবে।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি সকাল ১১টায় মার-আ-লাগো থেকে বক্তব্য দেবেন। এটি তার ব্যক্তিগত ক্লাব ও বাসভবন, যেখানে তিনি গত দুই সপ্তাহ কাটিয়েছেন।

নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক বলেন, আমি জানতে চাই—ভেনেজুয়েলার জন্য তিনি পরবর্তী কী ভাবছেন এবং কেন এই উচ্চঝুঁকির অভিযানটি সার্থক ছিল।

তিনি আরও বলেন, ফোন কাটার আগে ট্রাম্প বলেন, ১১টায় সবকিছুই জানাবেন। 

তিনি বলেন, কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লান্ত লাগছিল। 

ট্রাম্পের সঙ্গে ৫০ সেকেন্ড ফোনে কথা বলেন নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক।

আজ শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। 

এর ঠিক ১০ মিনিট আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে বড় আকারের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।'