ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২

By স্টার অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।  পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল গণমাধ্যমে জানান, ভূমিকম্পে প্রায় ৩২৬ জন আহত হয়েছেন। তবে ধ্বংসস্তুপের নিচে এখনও অনেক বাসিন্দা আটকা পড়ে আছে।

সময়ের সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

এছাড়া ভূমিকম্পে ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানান গভর্নর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ তথ্য অনুসারে, সোমবার পশ্চিম জাভায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়। পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। তবে এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

এর আগে, ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি (বিএনপিবি) জানিয়েছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে।