ভূঞাপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬, আহত অন্তত ৩০

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি স্টারকে জানান, একতা পরিবহনের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাই‌ক্রোবা‌সকে আঘাত করে। বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশ‌নের কা‌ছে এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন-কু‌ষ্টিয়া জেলা বিএ‌ডি‌সির যুগ্ম-প‌রিচালক এবং পাবনা জেলার বেড়া উপ‌জেলার জোরদহ গ্রা‌মের বাসিন্দা জ‌হিরুল ইসলাম( ৫৫) , কু‌মিল্লার চা‌ন্দিনা উপ‌জেলার কুটুমপুর গ্রা‌মের বাসিন্দা দুলাল হো‌সেন (৫০), বগুড়ার জলেশ্বরী তলা জজ‌কোর্ট এলাকার বাসিন্দা মা‌লিকা বানু (৬৫), তার ছে‌লে রিফাত আল হাসান (৪০), না‌টোর জেলার বড়াইগ্রা‌ম উপ‌জেলার আগ্রান গ্রা‌মের তান‌সিন (৬) এবং কু‌মিল্লার চা‌ন্দিনা উপ‌জেলার কুটুমপুর গ্রা‌মের সুশীল চন্দ্র শীল।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলে ৩ জন, হাসপাতালে নেওয়ার পথে ২ জন ও নেওয়ার পর ১ জনের  মৃত্যু হয়। হাসপাতালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ করছেন।'

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখন ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর।'

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকা‌রী সিকিউরিটি অ্যান্ড সেফ‌টি ম্যানেজার মো. র‌ফিকুল ইসলাম ডেইলি স্টারকে ব‌লেন, 'উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উল্টে গিয়ে উত্তরবঙ্গগামী লে‌নে মাইক্রোবাসকে আঘাত করে।