দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুর শহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।

নিহত ২ জন হলেন— দিনাজপুর পৌরসভার দক্ষিণ বালুবাড়ির তৈয়বুর রহমানের ছেলে মো. আল-মামুন (৩০) ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সুন্দ্রাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহিদ হাসান রাবু (৩২)।

ওসি তানভীরুল ইসলাম জানান, গতকাল রাতে মামুন ও রাবু মোটরসাইকেলে করে দিনাজপুর শহরের পাশের গোপালগঞ্জ বাজারে যান। রাত ১১টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দিনাজপুর-রংপুর মহাসড়কের মির্জাপুর গ্রামে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।