মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

By নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জলিল বেপারী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে মোস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ ভোররাত দেড়টার দিকে উপজেলার সানেরপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এস. আর. ফিলিং স্টেশনের সামনে একটি গাড়ি ঠেলা-ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানচালক নূর হক এবং ভ্যানের যাত্রী জলিল বেপারী ও জয়নাল মোল্লা আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জলিল বেপারীকে মৃত ঘোষণা করেন।

গোলাম রসুল জানান, জলিল বেপারীর বাড়ি একই উপজেলার কুঠিবাড়ী এলাকায়। তার বাবার নাম হাসান বেপারী। তিনি গত সন্ধ্যায় সাধুর ব্রিজ এলাকায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

নূর হকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গোলাম রসুল।