গুলশানে আগুন: ১১ তলা থেকে ৩-৪ জনের ঝাঁপ

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলশান ২ এ একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানিয়েছেন, ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনকে উদ্ধারের আশায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছেছেন। ক্রেনের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। ভবনটিতে আটকে পড়াদের স্বজনরা ভবনটির নিচে জড়ো হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার জানিয়েছেন, ভবন থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

331752131_737877137861323_9124816676201905757_n_1.jpg
ছবি: মুনতাকিম সাদ/ স্টার

331227495_1165797437456676_3527615113355204762_n_1.jpg
ঘটনাস্থলে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: স্টার