দিনাজপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ চালক নিহত, আহত ১০

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপু‌রের বিরামপু‌রে বাস ও পিকআপ ভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই পরিবহনের চালক নিহত হয়েছেন। এসময় আহত হ‌য় বাসের কমপ‌ক্ষে ১০ যাত্রী।

রোববার সকাল ৬টার দিকে বিরামপুর উপ‌জেলার দিনাজপুর ঢাকা মহাসড়কের দিওড় বাজার এলাকায় এ দুর্ঘটনা‌ ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ‌এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হ‌লেন--বাসচালক বীরগঞ্জ উপ‌জেলার ক‌বিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবা‌ড়ীয়া জেলার আজাদ (৩৮)।

স্থানীয়রা জানায়, ঢ‌াকা থে‌কে না‌বিল প‌রিবহন না‌মের এক‌টি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। ‌বিরামপুর দিওড় বাজার এলাকায় পৌঁছা‌লে অপর দিক থে‌কে আসা সব‌জিবোঝাই পিকআপ ভ‌্যা‌নের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থ‌লে বাস ও পিকআপ ভ্যানের চালক নিহত হন।

আহত‌ যাত্রী‌দের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।