ছবিতে সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনা

By স্টার অনলাইন রিপোর্ট

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস।

341207790_899692057994992_2115578996533939620_n.jpg
ছবি: সংগৃহীত

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৬টি কোচ লাইনচ্যুত হয়েছে।

341360393_1352901538614513_4418023202404713466_n_1.jpg
ছবি: সংগৃহীত

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, লাইনচ্যুতির ঘটনায় প্রায় দুমরে-মুচড়ে যাওয়া ইঞ্জিন ও কোচগুলো রেললাইনের এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়রা ছুটোছুটি করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

341606643_143311968665932_3616590535085310604_n.jpg
ছবি: সংগৃহীত

341635532_223405603615875_1246287323059453520_n_0.jpg
ছবি: সংগৃহীত

341844782_1404941226947504_5900983443220227094_n.jpg
ছবি: সংগৃহীত