সোনার বাংলা এক্সপ্রেসের চালক, সহকারী চালক, গার্ড সাময়িক বরখাস্ত
নাঙ্গলকোটে দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের ৩ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন—চালক মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী চালক মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন)।
আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, রেলের চট্টগ্রাম বিভাগীয় ট্রাফিক কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে।
ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনাটি কারো কর্তব্য অবহেলায় না সিগন্যালিং সমস্যায় নাকি যান্ত্রিক কারণে সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।
