আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে ঘুমন্ত ৩ শ্রমিকের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে ৩ শ্রমিক মারা গেছেন।

তারা হলেন— ভোলার আহম্মদপুর এলাকার আলাউদ্দিন (৪৫), রংপুরের কাউনিয়া এলাকার একরামুল (৩০) ও নড়াইলের লোহাগড়ার ইছা ইসলাম (২২)।

ঘটনার সময় তারা বাল্কহেডের মধ্যে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার নিখলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর-কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টায় স্থানীয় ডুবুরিদের সহযোগীতায় ৩ জনের মরদেহ উদ্ধার করে কলাতলা নৌপুলিশ ফাঁড়ির নৌ পুলিশ।

শিবচরের নিখলীর কলাতলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাল্কহেডটি যেখানে ছিল, সেখানে নদীতে প্রচুর স্রোত ছিল। তারা ৩ জন বাল্কহেডের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে পানি উঠে বাল্কহেডটি ডুবে যায়। অল্প সময়ের মধ্যে বাল্কহেড ডুবে যাওয়ার কারণে ওই ৩ শ্রমিক বের হতে পারেননি।'

'পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বাল্কহেডটি ডুবে যাওয়ার ভিন্ন কোনো কারণ বা কেউ জড়িত আছে কি না, আমরা সেটি তদন্ত করে দেখব। এমন কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।