রাজধানীর পূর্ব রামপুরায় অটোরিকশার ধাক্কায় নারী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স
রাজধানী ঢাকার পূর্ব রামপুরায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
নিহত নারীর নাম পারভীন বেগম (৬৫)।
আজ রোববার সকাল ১০টার দিকে পূর্ব রামপুরা বউবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, সকালে বউবাজারের সামনে রাস্তা পার হচ্ছিল ওই নারী। এসময় একটি অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই অটোরিকশাটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলের স্ত্রী জেসমিন আক্তার জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার পাচুরিয়ায়। বর্তমানে পুর্ব রামপুরা বউবাজার এলাকায় ভাড়া থাকেন। সকালে তার শাশুড়ি বাসা থেকে হয়ে বউবাজারে যাচ্ছিল। বাসার কিছুটা দূরে রাস্তা পারাপারের সময় ওই দুর্ঘটনা ঘটেছে।