কাকরাইলে এস. এ. পরিবহনের অফিসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকার কাকরাইলে এস. এ. পরিবহনের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Oishee
ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'আজ সকাল ১০টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আরও তিনটি ইউনিট পথে আছে।'

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।