১২ ঘণ্টা মাঝ নদীতে আটকে থাকার পর উদ্ধার ফেরি ক্যামেলিয়া

By নিজস্ব সংবাদদাতা, পাবনা

পদ্মা নদীর নাজিরগঞ্জ-ধওয়াপারা রুটে ডুবো চরে আটকে পরা একটি ফেরি ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে বিআইডাব্লিউটিআই এর উদ্ধারকারী জাহাজ।

শুক্রবার সকাল ৯টার দিকে ফেরিটিকে ধাওয়াপারা ঘাটে নিয়ে আসা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ১০টি গাড়ি ও বেশ কয়েকজন যাত্রী নিয়ে নাজিরগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করে ফেরিটি। পরে রাত সাড়ে ৮টার দিকে সেটি নদীর মাঝ পথে আটকে যায়।

ডুবো চরে আটকে পরা ফেরির যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ঘাট কর্মকর্তারা।

বিআইডাব্লিউটিসি নাজিরগঞ্জ-ধাওয়াপারা রুটের ম্যানেজার মো. মহিউদ্দিন রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, ফেরিটি রাত সাড়ে ৮টার দিকে নদী পথের মাঝপথে ডুবো চরে আটকা পড়ে।

মূল চ্যানেল থেকে ৫০ ফিট দূরে সরে যাওয়ায় ফেরিটি ডুবো চরে আটকে পড়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ক্ষণিকা ও উদ্ধারকারী টাগবোট ১২ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটিকে ধীরে ধীরে ধাওয়াপারা ঘাটে টেনে নিয়ে আসে।

তবে ফেরির কোনো যাত্রী বা যানবাহনের ক্ষতি হয়নি।

গত কয়েকদিনে পদ্মায় পানির প্রবাহ কমে যাওয়ায় নদীতে নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে এতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানান তিনি। ইতোমধ্যে নাজিরগঞ্জ-ধাওয়াপারা রুটে ড্রেজিং শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।