বনানীতে নির্মাণাধীন ভবনের আগুন নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বনানীর ৮ নম্বর রোডের নির্মাণাধীন ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই একটি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।