লাইনচ্যুত পঞ্চগড় এক্স‌প্রেস ৫ ঘণ্টা পর উদ্ধার, তদন্ত ক‌মি‌টি গঠন

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু‌ পূর্ব স্টেশনে লাইনচ‌্যুত পঞ্চগড় এক্স‌প্রেস পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন লাইনচ‌্যুত হওয়ার কারণ অনুসন্ধানে পাক‌শী রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেনের নেতৃত্বে চার সদস্যের ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

বিষয়‌টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পাক‌শী রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ।

এর আগে গতকাল সোমবার রাত ৯টা ১০ মিনিটে পঞ্চগড় এক্স‌প্রেসের একটি বগির চার চাকা লাইনচ‌্যুত হ‌য়ে দুর্ঘটনায় প‌ড়ে। প‌রে ভোররাত ২টার দি‌কে ক্রেন দিয়ে ট্রেনের ব‌গি উদ্ধা‌র করে সেখান থেকে স‌রি‌য়ে নেওয়া হয়।

প‌রে উদ্ধারকারী ট্রেনের সহায়তায় ব‌গি‌টি টাঙ্গাইলের ঘা‌রিন্দা‌ রেল‌স্টেশ‌নে নি‌য়ে যাওয়া হয়।

এদিকে ট্রেন‌টি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় গাজীপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত কয়েকটি স্টেশ‌নে অন্যান্য গন্ত‌ব্যের ট্রেন আটকা প‌ড়লে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীরা।

পাক‌শী রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ ডেইলি স্টারকে ব‌লেন, 'পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সাত কর্মদিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে বলা হয়েছে।'