চকবাজারে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিকের একটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি সকাল সাড়ে ৭টার দিকে ডেইলি স্টারকে জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপিত হয়নি। ৯টি ইউনিট কাজ করে যাচ্ছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।