খুলনায় কার্গোডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার
খুলনায় রূপসা নদীতে রেলসেতুতে ধাক্কা দিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজের কেবিন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহটি জাহাজের গ্রিজার সাখায়েত মুন্সির বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সাখায়েত মুন্সি নড়াইল জেলার অধিবাসী ছিলেন।
দুর্ঘটনাকবলিত জাহাজটি সুন্দরবনের হাড়বাড়িয়ায় নোঙ্গর করা বিদেশি জাহাজ থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার নিয়ে যশোরের নোয়াপাড়া নদী বন্দরের দিকে যাচ্ছিল। ৭ এপ্রিল দুপুর সাড়ে ১১টার দিকে এটি রূপসা রেলসেতুতে ধাক্কা দেয় এবং দুর্ঘটনাকবলিত হয়।
জাহাজটিতে ১৩ নাবিক ছিলেন। তাদের মধ্যে ১১ জন সাঁতরে নদীর তীরে পৌঁছাতে সক্ষম হলেও দুজন নিখোঁজ ছিলেন।
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম শেখ বলেন, 'আজ নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'