বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ২ শিশু সন্তান মারা গেছে।
আজ শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মো. রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে রেজবি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)।
স্থানীয়রা জানান, বসতঘরের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেলে প্রথমে শিশু সালমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে প্রথমে সোনিয়া ও পরে রেজবি বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশপাশের লোকজন বাকেরগঞ্জ বিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও, তার আগেই মৃত্যু হয় ৩ জনের।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, 'খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে দেখা হবে।'
বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস বলেন, 'তার ছেঁড়ার ঘটনার জন্য কেউ দায়ী কি না তদন্ত করে দেখা হবে।'