নববর্ষ উদযাপনে ঢাকায় অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ আহত ৫

By স্টার অনলাইন রিপোর্ট

ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজি ও ফানুস উড়িয়ে উদযাপনের সময় আগুনে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাওন বিন রহমান জানান, তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, দগ্ধদের মধ্যে আট বছর বয়সী ফারহানের শরীরের ১৫ শতাংশ পুড়ে যাওয়া তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

তারা হলেন— সিফান (১২), তাফসির (৩), সেন্টু (৪৫) ও সম্রাট (২০)।

আইন প্রয়োগকারী সংস্থার নিষেধাজ্ঞা সত্ত্বেও, রাজধানীর অনেক বাসিন্দা আতশবাজি, আকাশ ফানুস উড়িয়ে নববর্ষ উদযাপন করেন।