সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১১

By নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও খুলনা

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ শিক্ষার্থী।

আজ বুধবার দুপুরে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেছে।

নিহত রুবিনা আফসানা রিংকি(২৪) খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় পাহাড়ের উঁচুতে উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িতে রুবিনা আফসানা রিংকিসহ ১২ জন ছিলেন।'

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, 'দুর্ঘটনায় নিহতের মরদেহ ও আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

খুলনা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পদার্থবিজ্ঞান বিভাগের ৪২ শিক্ষার্থীর একটি দল গত ১৪ সেপ্টেম্বর তাদের সেশনাল ট্যুরে যায়। ২০ সেপ্টেম্বর তাদের ক্যাম্পাসে ফেরার কথা।