সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিভে যায়নি।

১৯টি ইউনিটের চেষ্টায় আজ মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এর আগে, বিকেল ৫টার পর এ আগুন লাগে।

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের প্রতিবেদক জানান, ওই বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো সাড়ে ৫ ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলেছে।