বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

By স্টার অনলাইন রিপোর্ট

বরখাস্তকৃত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত এই নির্দেশ দেন।

এর আগে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে একই আদালতে তাপসীর বিরুদ্ধে মামলা করেন।

আইনজীবী খাদেমুল ইসলাম জানান, শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের ‍গুলিতে প্রথম নিহত হন। তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তাপসীর বিরুদ্ধে এই মামলা করা হয়।