খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

By নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিটন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 

আজ রোববার দুপুরে উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ইউপিডিএফ এক সংবাদ বিবৃতিতে জানায়, আজ মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকীর দিনে সন্তু গ্রুপের এ হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। এ হামলার মাধ্যমে তারা নিজেদেরকে আবার খুনি বাহিনী হিসেবে প্রমাণ করল।

জানতে চাইলে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির খবর শুনেছি। কিন্তু হতাহতের খবর পাইনি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় যেতে পারিনি।'

এর আগে, গত ৩০ অক্টোবর পানছড়ির লতিবান ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী মারা যান। তারা সবাই প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্মী ছিলেন।