গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলা: আসামি অজ্ঞাতনামা ১২০০, গ্রেপ্তার ৫

By স্টার অনলাইন রিপোর্ট

ফেসবুক পোস্টের জেরে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর হামলা করে।  

এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পর যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।