কক্সবাজারে ১০ মরদেহ নিয়ে ভেসে এল ট্রলার

By স্টার অনলাইন রিপোর্ট

কক্সবাজারের নাজিরারটেকে এলাকায় ১০ জনের মরদেহসহ একটি ট্রলার ভেসে এসেছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ করেন।

মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।