প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগ

By স্টার অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার পদ থেকে সজীব ওয়াজেদ জয় পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর পদত্যাগপত্রও আজ কার্যকর হয়েছে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে ১৯ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রীর এই তিন উপদেষ্টা।