ইজতেমায় আরও একজনের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।

মৃত মুসল্লির নাম মোহাম্মদ আব্দুল আজিজ (৬০)।

নিজামুদ্দিন অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম আজ সকালে ডেইলি স্টারকে জানান, তিনি গত রাতে সাড়ে ১০টার দিকে মারা যান।

তিনি আরও জানান, এর আগেও আরও দুইজন মারা গেছেন।