বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪ ডিআইজিকে

By স্টার অনলাইন রিপোর্ট

পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনগুলোতে পাবলিক সার্ভিস অ্যাক্ট ২০০৮ এর ৪৫ ধারা উল্লেখ করে বলা হয়েছে, জনস্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা হলেন- অ্যান্টি টেররিজম ইউনিটের মো. নিশারুল আরিফ, নৌপুলিশের আবদুল কুদ্দুস আমিন, আজাদ মিয়া এবং হাইওয়ে পুলিশের আমেনা বেগম।